
উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা।
নিজস্ব প্রতিবেদক-সংবাদের পাতা:
উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম আইমনের উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসী ও চিন্হিত মাদককারবারীরা প্রকাশ্য বীরদর্পে ঘুরে বেড়ালেও নীরব উখিয়া থানা পুলিশ। সন্ত্রাসী হামলার এক সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা এবং অন্যদিকে সন্ত্রাসীদের অব্যাহত হুমকীর মুখে শংকিত ভুক্তভোগী ও তার পরিবার।
জানা যায়, গত ২৪শে সেপ্টেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উখিয়া থানার অন্যতম সহযোগী ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম আইমন দৈনন্দিন কাজ শেষে তার আপন ছোট বোন আফিনা সুলতানা কাফির সাথে রাতে বাড়ি ফেরার পথে বালুখালী এলাকার বানুবাপের খিলস্থ জনৈক নজির আহমেদের বসতবাড়ির সামনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
উক্ত হামলায় রফিকুল ইসলাম আইমনকে সন্ত্রাসীরা গুরুতর জখম করে এবং তার বোনকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় তাদের নিকট থাকা এন্ড্রুয়েড মোবাইল ও চার লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়, এলাকাবাসী তাদের উদ্ধার করে এবং গুরুতর অসুস্থ আইমনকে জরুরী চিকিৎসা দেওয়ার জন্য উখিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় মামলার বাদী ভুক্তভোগী রফিকুল ইসলাম আইমন গত ২৮শে সেপ্টেম্বর ২০২৪ ইং উখিয়া থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫\৬ বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন: (১)ছৈয়দ নূর (৩৫) ওরফে বার্মাইয়া ছৈয়দ নুর, পিতা: মৃত নুর আহমেদ, সাং- বালুখালী বানুবাপের খিল, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী, (২) ফজল কাদের চৌধুরী ভুট্টু (৪৫), পিতা: মৃত হোছন আলী, সাং- বালুখালী শিয়ালাপাড়া, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী, (৩) আলমগীর ওরফে বার্মাইয়া আলমগীর, পিতা: পিতা: মৃত নুর আহমেদ, সাং- বালুখালী বানুবাপের খিল, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী (৪) নুর মোহাম্মদ বাদশা (৪৫), পিতা: সৈয়দ নুর মেকানিক, সাং- সিকদার বিল, ভূইয়া পাড়া, ৫নং ওয়ার্ড ৪নং রাজাপালং, (৫) হোছাইন ছোটন (২৬), পিতা: মাহমুদুল হক ওরফে বার্মাইয়া মাহমুদুল হক, সাং- বালুখালী বানুবাপের খিল, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী, (৬) নুরুল আজাদ আশিক ওরফে আশিক্যা (২৬), পিতা: ছৈয়দ নূর, সাং-বালুখালী বানুবাপের খিল, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী , (৭) মো: রিয়াদ (২৪), পিতা: আব্দুর রহিম, সাং- বালুখালী বানুবাপের খিল, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী (৮) মাহমুদুল হক ওরফে বার্মাইয়া মাহমুদুল হক, পিতা: অজ্ঞাত, সাং-বালুখালী বানুবাপের খিল, ২নং ওয়ার্ড ৫নং পালংখালী ,( ৯) মোহাম্মদ নিজাম উদ্দিন (৩৯), পিতা: মোহাম্মদ হোসেন, সাং- ৬ নং ওয়ার্ড, ৪ নং রাজাপালং ইউপি (১০) বালু ইদ্রিস (৪৩), পিতা- নজু মিয়া, সাং- ৬ নং ওয়ার্ড, ৪ নং রাজাপালং ইউপি (১১) নুরুল হক ওরফে ধলু (২৩), পিতা: মৃত. নুর আহাম্মাদ, সাং-৬ নং ওয়ার্ড, ৪ নং রাজাপালং ইউপি সর্ব থানা উখিয়া, জেলা কক্সবাজারসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাত করে গত ২৮ সেপ্টেম্বর মামলা দায়ের করেন, যার স্মারক নং-৪৫৪০।
এ ঘটনায় পুলিশের দৃশ্যমান কোন অভিযান পরিলক্ষিত হয়নি ও কোন আসামী গ্রেফতার হয়নি।