
মাগুরার শ্রীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
মোঃ মিরাজ শেখ – সংবাদের পাতা:
মাগুরার শ্রীপুরে আওয়ামী দুঃশাসনে জুলুম,হত্যা, হামলা -মামলা,অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শ্রীপুর মহিলা কলেজ গেটের সামনে থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরটির প্রাণকেন্দ্র মেইন স্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। বৃষ্টি ও বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা মহিলা কলেজের সামনে জড়ো হয়। পরে বিকাল ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম বিশ্বাস হিরো এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিল,মাসুদ মজুমদার, যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, যুবদলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফান,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, শ্রমিকদলের আহবায়ক মোল্লা সেলিম, মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপি,ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল,তাতীদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল,সদস্য সচিব বিপ্লব খলিফা,সব্দালপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য কুলসুম বেগম প্রমুখ। প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ থেকে আগত সেসব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক।পরে বক্তরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।