সবার কথা বলে

প্রাকৃতিক ঝর্ণায় যেন মৃ”ত্যু কূপ

0 46

প্রাকৃতিক ঝর্ণায় যেন মৃ ত্যু কূপ

মো: জামাল উদ্দিন – সংবাদের পাতা:

এবার কমলদহ রূপসী ঝর্ণায় দুই যুবকের মরদেহ উদ্ধার।  বন্ধুদের সাথে ঘুরতে এসে পানির স্রোতে হঠাৎ নিখোঁজ হয়ে গেলে প্রায় ৩ ঘন্টা পর মিরসরাই ফায়ার সার্ভিসের একদল ডুবুরী উদ্ধার করতে সক্ষম হয়।তবে এখনো মরদেহের  কোনো পরিচয় পাওয়া জায়নি বলে জানান উদ্ধারকর্মীগণ ও স্থানীয়রা।

৪ অক্টোবর চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বড়দারোগারহাট,  কমলদহ এলাকায় রূপসী ঝর্ণায় এ ঘটনা ঘটে। সকাল ৮টায় অনেক মানুষ   ঘুরতে আসে আলোচিত রূপসী ঝর্ণায়।দীর্ঘ ঝর্ণার পানির প্রবাহ ছিলো বেশ দৃষ্টি নন্দন।সেই সাথে গত দুই দিনের বৃষ্টিতে পানির প্রবণতা যেন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাই ঝর্ণার উত্তাপ ও যেন অনেক বেশি। আগত পর্যটকদের মধ্যে হঠাৎ দুইজন যুবক নিখোঁজ হয়েছে বলে ফায়ার সার্ভিসকে জানানো হলে একদল ডুবুরী এসে দীর্ঘ ৩ঘন্টা অনেক খোঁজার পর বেলা ১১টার নাগাত তাদের উদ্ধার করতে সক্ষম হয়। এতে এলাকাবাসী ও প্রশাসনের নজর পড়ে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ এমন ঘটনায় সবাই অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। কিছুদিন পূর্বে গত ২৭ সেপ্টেম্বর  একই থানার খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে আসা দুইজন যুবক নিহত হন। ঝর্ণার নিচে পানির কূপের মধ্যে যখন সাঁতার কাটছে এবং উল্লাসে আত্মহারা ঠিক তখনি উপর থেকে পাথরের বড় টুকরা এসে পড়লে ঘটনাস্থলে মারা যান দুই যুবক।  যুবকের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। রক্তের বন্যায় যেন মুহুর্তে শোকের ছায়া নেমে আসে ঘুরতে আসা শত পর্যটকের মাঝে। এসব ঝর্ণা যেন এখন একটা মৃত্যু কূপে পরিণত হলো। অতি দ্রুত সরকার বা প্রশাসন এসব ব্যাপারে সঠিক কোনো পদক্ষেপ না নিলে প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিকতা হারিয়ে যেতে থাকবে।জনশুণ্য হয়ে পড়বে এসব দৃষ্টিনন্দন পর্যটন এলাকাগুলো।এ ব্যাপারে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ চেয়ে স্থানীয়রা বলেন দ্রুত সুস্থ কোনো পদক্ষেপ এর মাধ্যমে দূর্ঘটনা রোধ করে কিছু নিয়ম তৈরী করলে অনেক মানুষ আসবে।সঠিক প্রচার প্রসারের মাধ্যমে পর্যটন খাত গুলো থেকে দেশে অর্থনৈতিক ভাবে কিছুটা লাভবান হতে পারে বলেও তারাও মনে করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.