সবার কথা বলে

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা জনিত মামলায় গ্রেফতার ৩৭ আওয়ামী নেতাকর্মী 

0 44
জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা জনিত মামলায় গ্রেফতার ৩৭ আওয়ামী নেতাকর্মী।

 

মোঃ এমদাদুল হক – সংবাদের পাতা:

গত (১ অক্টোবর ২০২৪খ্রীস্টাব্দে রাতে জামালপুর জেলার সাতটি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলা কালে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আনোয়ার। তিনি বলেন গ্রেফতারকৃতরা  বিভিন্ন মামলার আসামি। ২অক্টোবর বুধবার দুপুরে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে জামালপুর সদর উপজেলার ২ জন, ইসলামপুর থেকে ২ জন, মাদারগঞ্জ থেকে ১২ জন, মেলান্দহ থেকে ৩ জন,সরিষাবাড়ি থেকে ৪ জন, দেওয়ানগঞ্জ থেকে ৭ জন  বকশিগঞ্জ থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.