0 61

মাগুরার শ্রীপুরে শহীদ আবরার ফাহাদের স্বরণে ছাত্রদলের মৌন মিছিল ও আলোচনা সভা।
মোঃ মিরাজ শেখ – সংবাদের পাতা:
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মৌন মিছিলটি শ্রীপুর সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে চৌরাস্তা শহীদ শাহরিয়ার সোহান চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ার যুগ্ম আহবায়ক এনায়েত মোল্যা, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান রিংকু,সিনিয়ার যুগ্ম আহবায়ক মানিক হোসেন, সাবেক কলেজ ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ,সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ শাওন সাবেক যুগ্ম আহবায়ক সোহান বিশ্বাস।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদ আবরার ফাহাদের ৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই মৌন মিছিলে শ্রীপুর থানা ছাত্রদল একটি ঘোষণা দিতে চায় ছাত্রলীগের যে সকল সন্ত্রাসী বাহিনী ছিলেন সামনের দিনগুলোতে আর এরকম হত্যাকান্ড ঘটাতে পারবেন না। যে সকল হত্যাকান্ড এ পর্যন্ত ঘটিয়েছেন সে সকল হত্যাকান্ডের বিচার হবে। এখন একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আজকের এই দিনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করেছিলো ছাত্রলীগের খুনিরা। এই হত্যায় যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক।