সবার কথা বলে

গলাচিপায় নবগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 34

গলাচিপায় নবগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মু. জিল্লুর রহমান জুয়েল-সংবাদের পাতা:

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসানাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে ৮’ই অক্টোবর সোমবার সকাল দশ টার সময়ে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে গলাচিপা আর্মি ক্যাম্প কমান্ডার বিপিএম, পিএসসি মেজর মেহেদী হাসান, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ নাসিম রেজা, গলাচিপা থানার ওসি আশাদুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াত ইসলামি আমীর মোঃ জাকির হোসেন, গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান মঞ্চে উপবিষ্ট হন।

এসময়ে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সকল ইউপি চেয়ারম্যান এর পক্ষে মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য মোঃ ফোরকান কবির, ইমাম পরিষদের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সের খতিব মোঃ দলিল উদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, শিক্ষক প্রতিনিধি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, বণিক সমিতি, পূজা উদযাপন কমিটির সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বৈষাম্য ছাত্র বিরোধী আন্দলোনের উপজেলা সম্বনয়ক প্রতিনিধি প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ফ্যাসিষ্ট সরকার পতনের পরে দেশের সার্বিক পরিবর্তনে বেশ কিছু অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটা অস্বীকার করার কোন কারণ নেই। দেশের শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সহ সেনাবাহিনী সার্বিক ভাবে কাজ করে যাচ্ছে। তাই জনসাধারণকে নিজের হাতে আইন তুলে না নেয়ার অনুরোধ থাকবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বচ্চ আইনী ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করার হয়েছে। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্কবদ্ধ হয়ে সুন্দর একটি দেশ গঠনে আহবান জানান নবাগত জেলা প্রশাসক। পরে অনুষ্ঠান শেষে সরকার পতন ও বৈষাম্য ছাত্র বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ জন শহীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স এর বৃন্দরাও উপস্থিত ছিলেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয় কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান শিবলী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.