প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
ভালোবাসা কেন এমন
কবি জামাল
ভালোবাসা কেন এমন
রঙ্গিন ভেড়া জালে বন্ধি
দুরকে করে অতি আপন
অচেনাতে হয় সন্ধি।
নিত্য দহনে পুড়েছে গগনে
মনের খেলায় দগ্ধ
বিষাদের মাঝে সুখ খুঁজিয়ে
এক টুকরোতেই মুগ্ধ।
আপন মনে চাই যদিও
ভাগ্য বলে দাঁড়াও
সব চাওয়াতে পূর্ণতা নয়
কিছুটা ছাড় দাও।
জীবন খাতায় কত প্রাপ্তি
রয়েছে কত বকেয়া
হিসাব কষার সূত্র কোথায়
পায়না কুল ভাবিয়া।
মন্ত্র তন্ত্র বৃথায় গেলো
উপছে পড়া অরণ্যে
সুখের সীমাতে শুকুনের চোখ
চুপসে গেলে তারণ্যে।
পেয়েছি? পাচ্ছি? পাবো ! আশায়
কেটে যাচ্ছে ক্ষণ যুগ
আশার আলো বড়ই দুরে
বৃথাতেই তো মাথার ঠুক।
শত রঙ্গের বাণীর চলে
কত পেটুক ঘুরপাক খায়
কে বা কারা সীমার হয়ে
বর্জ্র ধ্বনির সুরক ছড়ায়।
বীর নয়তো শীর ভাঙ্গা সে
গলায় কেবল প্যাঁক প্যাঁক
নিতাম্বুতে ছাতা নেই তার
মুখোশের দৌড়ে নেই বেগ।
হায়রে শক্তি অর্থে ভক্তি
কত দিন আর চলবে
বেলা পুরালে নেইতো যুক্তি
দম পাখিটাই উড়বে।
শখের সখী পর হইবে
রইবে না কেউ আপন
ভবের বাড়ির আপনজনায়
ভালোবাসা কেন এমন?
© 2023 - দৈনিক সংবাদের পাতা