
শ্যামপুর থানার ওসি শফিকুলের সহায়তায় ৩ বছরের ছেলেকে ফিরে পেলেন বাবা-মা।
মোঃ মনির হোসেন – সংবাদের পাতা:
রাজধানীর শ্যামপুর মডেল থানা পুলিশের প্রচেষ্টায় ও ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়ার পরে বাবা-মা ফিরে পেল ছেলে আরিফকে (৩)।
বুধবার (১৬ অক্টোবর) রাত ১০ দিকে পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তান্তর করে থানা পুলিশ। এ সময় হারানো সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা শিশু আরিফের পরিবার।
জানা গেছে, ধোলাইপাড় বাজারের ডিপটি গলির এলাকায় সন্ধ্যা সাতটার দিকে হারিয়ে যায় শিশু আরিফ, থানায় আরিফকে রেখে যান স্থানীয়রা।
এরপর শ্যামপুর থানা পুলিশের প্রচেষ্টায় ও ফেসবুকের কল্যাণে তার মা-বাবা শ্যামপুর থানায় থানা এসে তাকে নিয়ে যান।