বাবা মার বিয়ে Last updated অক্টো ১৯, ২০২৪ 0 53 Share বাবা মার বিয়ে [ছড়া] কলমে – কামরুজ্জাহান পলি মনটা আমার ভালো নেই, নেমন্তন্ন পাইনি। বাবা-মায়ের বিয়ে হলো, কিন্তু আমি তো যাইনি। বর সেজে বাবা আমার, শশুর বাড়ি গেলো। চুপিচুপি মাকে বলে, তাড়াতাড়ি চলো। দুজন মিলে করলো বিয়ে, আসলো কতো জন। এই আমাকে বলেনি তারা, তাইতো খারাপ মন। একটু যদি বলতো আমায়, কিই বা হতো আর?? আমায় না জানিয়ে বিয়ে হলো, আমার বাবা-মার।