ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক ইন্না।
মোঃআব্দুর রব মনসুর – সংবাদের পাতা:
আগামী দুই বছরের জন্য ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাব নির্বাচনে বাংলাভিষনের জেলা প্রতিনিধি হারুন আর রশিদ ও এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯শে অক্টোবর) বেলা১১:০০ টার দিকে প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের আহবায়ক শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কন্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি তের সদস্য থেকে বাড়িয়ে একুশ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে পাচ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সহসভাপতি নির্বাচিত হন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক জেহাদুল ইসলাম ও হীরক গুন।
সহ সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক গোলাম মোস্তফা ও ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম রইসী সাংগঠিক সম্পাদক হয়েছেন রহমত আলী, এছাড়াও অন্যান্যরা হলেন দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম মোকাদ্দেস, ক্রিয়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দীলিপ গৌড়, সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তফা আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর। কার্যনির্বাহী সদস্যরা হলেন, বাবু ইসলাম, হেলাল আহম্মেদ, সন্টু, শফিক মোহাম্মাদ রুমন ও সোহাগ হাসান জয়।
এর আগে সকাল এগারটা শুরু হওয়া ১৯৭৮ইং সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্ষক্রমের বিবারণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহবায়ক কমিটি।