
পটুয়াখালীর গলাচিপায় খেয়ার মাঝিদের এক দফা এক দাবী নিয়ে বিক্ষোভ মিছিল।
জিল্লুর রহমান জুয়েল – সংবাদের পাতা:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সহ তিনটি উপজেলায় আসা যাওয়ার একটি মাত্র মাধ্যম গলাচিপা খেয়াঘাট। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের আসাযাওয়া।
এই ঘাটের ৫৬ জন মাঝি ও তাদের পরিবার সহ উপজেলার সাধারণ জনগন বুধবার বেলা ১১ টায় একদফা একদাবী নিয়ে খেয়াঘাটের ইজারাদার এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সেনাক্যাম্পে জরো হয়। মাঝি সহ সাধারণ জনগনের প্রত্যাশা ও একটাই দাবী আগের মতো খেয়ার টাকা খেয়ায় নেয়া হোক। পরিবার নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে খেয়ার মাঝিরা। তারা বলেন আগের মতো দৈনিক খেয়া পারাপার করাবে সাধারণ জনগনকে।
তারা আরো বলেন একজন মাঝি মাসে ৭ দিন খেয়া বাইতে পারে এতে তাদের বেতন দেয়া হয় ৭ হাজার টাকা। যা দিয়ে বর্তমানে সংসার চালানো অনেক কষ্টের। এবিষয়ে সেনাক্যাম্প থেকে বের হয়ে মাঝিদের সভাপতি বলেন ঘাট মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।