ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রের আত্মহত্যা।
মোঃ সাইফুল ইসলাম-সংবাদের পাতা:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারুন অর রশিদ অরফে লিটন (১৭) নামের এক স্কুল ছাত্রের শয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় ঔড়না দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যুর আত্মহত্যা করেছেন। (২৭ অক্টোবর) রবিবার সকল ১১ টায় সময় এঘটনাটি ঘটে।
সে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের আব্দুল খালেকের ছেলে। হারুন অর রশিদ অরফে লিটন কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্র। সে তার নানীর বাড়ী কালমেঘ লালাপুর ডাঙ্গীপাড়া গ্রামে থেকে পড়া লেখা করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিটনের মা অজুফা বেগম ৩ বছর পূর্বে মারা যাবার পর হতে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে। এক পর্যায়ে রবিবার ২৭ অক্টোবর সকাল ১১ টায় নানার বাড়ীর সবার অজান্তে তার শয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় ঔড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুপুর হলে নানার পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়।