সবার কথা বলে

জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপন

0 46
জামালপুরে জাতীয় যুব দিবস/২৪ উদযাপন এর দ্বিতীয় দিনে উন্নয়ন সংঘের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত হয়েছে।
মো: এমদাদুল হক 
জামালপুর প্রতিনিধি:
জাতীয় যুব দিবস /২০২৪ উপলক্ষে ২ নভেম্বর ২০২৪ ইং তারিখে জামালপুরে গবাখাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম  এর নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি সকাল ১০ঃ৩০ মিনিটের সময় জহুরুলে ফিশারী সংলগ্ন উদ্ভোদন হয়েছে।
বাস্তবায়নে জামালপুর পৌরসভা, বেকার সমাজ কল্যাণ সংস্থা, ক্লিন রিভার বাংলাদেশ, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা, ইউএসডিও এর সপ্ন প্রকল্প, যুব সংগঠন “তারকা সংঘ” সংস্থা এর উদ্যোগে গবাখালী খালের জহুরুল এর ফিসারির সাইডে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী।
উল্লেখ্য খালটি শেখের ভিটা থেকে সুইচগেইট পর্যন্ত ৪ কিঃমিঃ পুরো খাল ১২ কিঃ মিঃ। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার ইন্সপেক্টর মাহবুব আলম মন্জু, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, বেকার সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি দেলু হিজড়া, সাধারণ সম্পাদক মো: আয়নাল হক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মো: শফিকুল ইসলাম আজাদ খান, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক, তারিকুল ফেরদৌস, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো: মেহেরুল হাসান প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.