
ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা
শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর)বিকালে কনেশ্বর স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কনেশ্বর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আবু বকরের সভাপতিত্বে ও ডামুড্যা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্যার সঞ্চালনায় এবং জেলা শ্রমিক দলের সদস্য মো. রুবেল হোসেনের সার্বিক সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি এমএ কাইয়ুম চুন্নু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল হক রাফিউ। প্রধান বক্তা ছিলেন, ডামুড্যা শ্রমিক দলের সভাপতি মো.কাসেম সরদার। বিশেষ বক্তা ছিলেন, ডামুড্যা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান।
সভায় বক্তারা সংগঠনকে গতিশীল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যর জন্য দোয়া চান।