সবার কথা বলে

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ, সম্পাদক সাজ্জাদ

0 37

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ, সম্পাদক সাজ্জাদ।

শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা সংসদের ১৫ তম সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিকাশ মন্ডলকে সভাপতি ও জি কে সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার ( ৮ নভেম্বর) বিকালে সংগঠনের দপ্তর সম্পাদক অর্ক ভাওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সকাল ১০ টায় শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারের ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান বাংলাদশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সহ-সভাপতি শাকিল আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক বরকত উল্লাহ জয়, কোষাধ্যক্ষ উমি রাণী দাস, দপ্তর সম্পাদক অর্ক ভাওয়াল, শিক্ষা ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম ফাহিম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রিয়া রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বুলন, সাংস্কৃতিক সম্পাদক সুপন শীল, সদস্য সাইফ রুদাদ, নাইম হোসেন, বাঁধন ঘোষ, ফৌজিয়া সালমা হৃতি।

ছবির ক্যাপশন : শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ ও সম্পাদক সাজ্জাদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.