
নড়িয়ায় কর্নেল (অব.) শওকত আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত।
শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ছয় বারের সাবেক সংসদ সদস্যনজাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া স্বাধীনতা ভবনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কর্নেল (অব.) শওকত আলী ফাউন্ডেশন, কর্নেল (অব.) শওকত আলী স্মৃতি পরিষদ ও ৭১ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় বীর প্রয়াত কর্নেল (অব.) শওকত আলীর সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী,সুরেশ্বর দরবার শরীফের গদ্দিনশীন পীর কামাল নূরী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নড়িয়া পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী,নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজগর চুন্নু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ নভেম্বর মারা যান কর্নেল (অব.) শওকত আলী।