বাংলাদেশ জামায়াত ইসলাম সোনাইমুড়ী পৌরসভা শাখার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ।
মোঃ জাহিদুল ইসলাম – সংবাদের পাতা:
বাংলাদেশ জামায়াত ইসলাম সোনাইমুড়ী পৌরসভা শাখার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। ১৬ নভেম্বর শনিবার বাদ আছর সোনাইমুড়ী স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়েত ইসলামী সোনাইমুড়ী পৌরসভার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় সোনাইমুড়ী পৌরসভা আমির আবদুল মতিন বলেন বাংলাদেশ জামায়েত ইসলাম সবসময় সর্বসাধারণের কল্যাণে নিয়োজিত। আমরা বন্যায়ও আমাদের সর্বোচ্চ সার্মথ্য নিয়ে সর্বসাধারণের পাশে ছিলাম। বন্যা পরবর্তী পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের এই বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা সাবেক কাউন্সিলর সামছুল আরেফিন জাফর, সোনাইমুড়ী শহর সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন, সোনাইমুড়ী শহর শাখা সেক্রেটারী আনিছুর রহমান সহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।