মোঃ এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর সকাল ১০ টায় জামালপুর পি টি আই গেইট সংলগ্ন এসপিকের( সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র) হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি আমির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক রতন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, উপদেষ্টা মোঃ সাজ্জাদুর রহমান, এবং নজরুল চর্চা কেন্দ্রের সম্পাদক মোঃ আবুল বাসার।
সভায় আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল: স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা: জামালপুরের স্বাস্থ্য খাতে বিদ্যমান দুর্বলতা ও উন্নতির প্রয়োজনীয়তা। পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম: নদী ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এবং সংশ্লিষ্ট অনিয়ম।
স্থানীয় সরকারের অব্যবস্থাপনা প্রয়োজনীয় পদক্ষেপ -
পরিবেশ অধিদপ্তরের অকার্যকর অবস্থা: এই বিভাগকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
রেল বিভাগের অনিয়ম: সুষ্ঠু রেল পরিষেবা নিশ্চিত করার দাবি।
রোডস এন্ড হাইওয়ে বিভাগের অব্যবস্থাপনা: রাস্তা ও মহাসড়কের সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজন।
বিআরটিএর অনিয়ম: যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর আহ্বান।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক, দপ্তর সম্পাদক মো: আহসান হাবীব প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম প্রহর এর জামালপুর জেলা প্রতিনিধি মো: ইব্রাহিম খান, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা' সভাপতি মো: আনিসুর রহমান, মল্লিকা রাণী দাস, নির্বাহী পরিচালক দিশা বহুমুখী সেবা সমিতি এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে সভাপতি সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।