প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোঃ সাইফুল ইসলাম - সংবাদের পাতা:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রম উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম উপ-পরিচালক কৃষিসম্পসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন শেখ অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ ঠাকুরগাঁও, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা থানার ইনচার্জ শওকত আলী সরকার।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলায় মোট ৯ হাজার পাঁচ শত ৫০ জন কৃষককের মাঝে বিনামূল্যে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি শীতকালীন পেঁয়াজ, দিনাবাদাম বীজ ও প্রত্যেক কৃষক পর্যায় আনুপাতিক হারে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
© 2023 - দৈনিক সংবাদের পাতা