
রেলওয়ে ক্যাডার থেকে ডিজি নিয়োগের রীতি অব্যাহত রাখতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের মানবন্ধন।
একেএম মহিউদ্দিন – বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ে ক্যাডার থেকে ডিজি নিয়োগের রীতি অব্যাহত রাখতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের মানবন্ধন আজ দুপুর ২.০০ টায় রেলভবনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের এজিএস ইমরুল কায়েস পলাশ, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক আহমেদূর রহমান টিটু, রানিং কল্যাণ সমিতির ঢাকা মহানগর শাখার সেক্রেটারি সাইদুর রহমান, স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন এর সেক্রেটারি মাজহারুল ইসলাম,বি আর ই এল এর শিতল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন রেলওয়ে ক্যাডার থেকে ডিজি, জিএম সহ অন্যান্য নিয়োগ চলমান রাখতে হবে। না হয় রেল চলাচল করা কঠিন হয়ে পড়বে।