সবার কথা বলে

বালিয়াডাঙ্গী লাহিড়ী বাজারে ভয়াবহ অ গ্নি কা ন্ড

0 54
বালিয়াডাঙ্গী লাহিড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকানের ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই।
মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের  বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের গ্যাস ও পেট্রোলের দোকানের ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ঘরে মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ২ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ঘটনাটি ঘটেছে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, ওই ৭টি দোকানের মধ্যে ২টি গ্যাস ও পেট্রোলে দোকান ও একটি প্লাষ্টিক ফার্নিচারের দোকান, ইলেকট্রনিক দোকান, ঔষধের দোকান, চশমার দোকান ও হোটেল রেস্টুরেন্টস দোকান।  ৭ টি দোকানই পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়াও মাথায় হাত পড়েছে ওই ৭টি দোকানের ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রথমে একটি পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার দোকানে আগুন লাগে। পরে পাশের একটি পেট্রোল-ডিজেলের দোকানে আগুন ধরে। এতে দুটি দোকানে রক্ষিত জ্বালানী পদার্থ পেট্রোল, ডিজেলে আগুন জ্বলে একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়। সেই আগুনের লেলিহান শিখায় পাশের আরো ৫টি দোকানেও ছড়িয়ে যায়। দুটি দোকানের প্রায় শতাধিক সিলিন্ডারও ফেটে যায়। এতে আগুন আরও ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ফলে ৭টি দোকানের প্রায় ২ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমাদের ৭টি দোকানে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে। সকাল ১১টার দিকে আগুন লেগেছে প্রায় ২ ঘন্টা ব্যাপী আগুন জ্বলতে থাকে। এতে মূহুর্তের মধ্যে ৭টি দোকানের মালামাল পুড়ে ছায় হয়ে যায়। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় আগুন লাগার খবর আসে। এরপর দুটি গাড়ী নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা। পরে ঠাকুরগাঁও থেকে আরো দুটিসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে দাহ পদার্থ পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার দোকান থেকে আগুন ধরেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৭টি দোকানের প্রায় ২ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ আরো জানানো যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.