সবার কথা বলে

খবর নেয় না কেউ 

0 5

খবর নেয় না কেউ 

মাওলানা তাজুল ইসলাম নাহীদ

দ্বীন দুনিয়া ছেড়ে বাউল

গাইল শুধু গান,

তার গানেতে জুড়াতো যে

ভক্ত কুলের প্রাণ।

নামাজ রোজার ধারেকাছে 

যায়নি কভু হায়!

গান গেয়েই সে জীবন কাটায়

ঘুরে নানান গাঁয়।

সুরের ঝংকার বাউল যখন

তোলতো গানের সুর,

ছুটে আসতো লোকগুলো সব

দূর থেকে ঐ দূর।

এক তারাতে গান গেয়ে সে

জীবন করলো পার,

বার্ধক‍্যে আজ জীবনটা যে

চলে না ভাই তার!

উঠে না আর আগের মত

কণ্ঠে সুরের ঢেউ,

বাউল এখন একলা কাটায়

খবর নেয় না কেউ!

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.