সবার কথা বলে

ভুয়া চাকুরীর নিয়োগপত্র দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন পটুয়াখালীর “শিশির”

0 24

ভুয়া চাকুরীর নিয়োগপত্র দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন পটুয়াখালীর “শিশির”

স্টাফ রিপোর্টার – কনা আক্তার:

দেশ ও বিদেশে চাকুরি দেওয়ার নামে দিন দিন নিত্যনতুন কায়দায় প্রতারণা শুরু করেছে পটুয়াখালী জেলার নাজেম আলী সরদারের ছেলে মাহবুব রহমান শিশির ও তার ছোট ভাই শহিদুল ইসলাম সুন্দর।

অন্য দিকে ৫ই আগষ্টে সরকার পতনের পর পুরোনো প্রতারণা কে কাজে লাগিয়ে নতুন ভাবে শুরু করেছে।

সম্প্রতি ভুমী মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন চাকুরী প্রত্রাশীদের নিকট থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
এ বিষয়ে মাহবুব রহমান শিশির এর ঢাকা জাজ কোটের মামলা করেন ভুক্তভোগী হাসু ভুক্তভুগী জানান আমায় সরকারি চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে তিন লক্ষ টাকা নেন শিশির।

বেশকিছু মানুষকে চাকুরী কথা বলে নিঃস্ব করে দিচ্ছে।

দেশে-বিদেশে চাকরির দেওয়ার নামে ভয়ংকর ফাঁদ পেতে শহর ও গ্রামের বেকার শিক্ষিত তরুণসমাজকে সর্বস্বান্ত করার জন্য উঠেপড়ে লেগেছে সংঘবদ্ধ এই প্রতারক চক্র।

এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে বর্তমানে দেশে নারী পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েই চলছে।

অসহায় নারীদের বিদেশে চাকরির লোভ দেখিয়ে সীমান্ত দিয়ে ভারত ও পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নারী পাচারকারী সংঘবদ্ধ দলটি সক্রিয়।

এদের দেখার যেন কেউ নেই।দেশের বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

চাকরির সন্ধানে দিন রাত ছুটে চলে গ্রাম থেকে শহরের বেকার যুবক যুবতী কোথাও চাকরির বিজ্ঞাপন দেখামাত্র ছুটে যায় চাকুরীর সন্ধানে।

কিন্তু এ বেকারদের বেকারত্বের সুযোগ নিয়ে চাকরির নামে প্রতারণার নীল নকশা তৈরি করেছে একদল প্রতারক চক্র। তেমনি এই প্রতারক চক্রের সন্ধান পাওয়া যায় রাজধানী পুরান ঢাকায়

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.