সবার কথা বলে

গলাচিপায় বিএনপি’র শহীদ শাহজাহান খান এর স্বরন সভায় সাবেক ভিপি নূর এর স্মৃতিচারণ

0 44

গলাচিপায় বিএনপি’র শহীদ শাহজাহান খান এর স্বরন সভায় সাবেক ভিপি নূর এর স্মৃতিচারণ।

মু. জিল্লুর রহমান জুয়েল – সংবাদের পাতা:

পটুয়াখালী জেলার গলাচিপায় জাতীয়তাবাদী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্দ্যোগে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা তিন টার সময়ে সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর ২’য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌর এ স্বরণ সভা শুরু হয়।

এসময় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তোফা মিয়া।

প্রধান অতিথি হিসেবে ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, উপজেলা মহিলা দলের সাবেক সভা নেত্রী ও মরহুম শাহজাহান খান এর সহধর্মিণী জনাবা, আনোয়ারা শাহজাহান, পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও শহীদ শাহজাহান খান এর পুত্র মোঃ শিপলু খান সহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর পূর্বে, সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মরহুম শাহজাহান খানের অনুসারী কর্মীরা স্লোগান পৌর মঞ্চের স্বরণ সভায় জরো হতে থাকে।

প্রধান অতিথি, ভিপি নূর বলেন, সাবেক সংসদ সদস্য মরহুম শাহজাহান খান একজন ত্যাগী রাজনিতিবিদ ছিলেন, তার স্বরণ সভায় আমি থাকতে পেরে নিজেকে সম্মানীতবোদ এবং শহীদ শাহজাহান খানঁ এর আত্নার শান্তি কামনা করছি। তিনি তার এক বক্তব্যে বলেন, দেশের জনসাধারণ শান্তি চায়, গণতন্ত্র পূনরদ্ধার করার লক্ষে দেশের নিরিহ ছাত্র- জনতার তাজা রক্ত ও শত শত শহীদ এর বিনিময়ে একটি বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এদেশের জনসাধারণ পুনোরায় ফেসিবাদী স্বৈরাশাসক প্রতিষ্ঠা চায়না। আসুন আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর দেশ গড়তে এগিয়ে আসি। এছড়া সর্বস্তরের জনসাধারণের সমর্থন পেলে নিজ এলাকা থেকে নির্বাচনে অংশ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.