
জীবন বাঁকে
মিলন আহমেদ
ক”দিন আগে
মনের বাগে
ছিলো স্বপ্ন
মেলা
খুশির ছোঁয়া
বইতো মনে
যাইতো সুখে
বেলা
ভালোই ছিলো
সেদিন গুলো
কাটতো হাসি
মুখে
হঠাৎ করে
একটি ঝড়ে
ভাসে জীবন
দুখে।
মনের ঘরে
কালো মেঘের
পড়লো এসে
ছায়া
স্বপ্ন গুলো
আমায় ভুলে
ছেড়েই দিলো
মায়া
সব হারিয়ে
শূন্য আমি
দুঃখ হলো
সাথী
আঁধার ঘরে
জ্বলবে কবে
নিভে যাওয়া
বাতি।
চোখের কোণে
জলের রাশি
মুখেই মিছে
হাসি
জীবন নায়ে
দুঃখ নিয়ে
অথই জলে
ভাসি