
গদ্যকবিতাঃ★টুনা-টুনির জুটি★
নঈম হাসান
হঠাৎ ঝড় পূর্বাভাস! এলো,কিন্তু করিস ঝড় বুঝতে একটু কষ্টই হলো,এ ঝড়টা বড়ই ভয়ঙ্কর ছিলো।কারণঃএকটি শহর বসিত কিঞ্চিৎ ঝড়ের মধ্যে দুটি ফুটফুটে বাচ্চা হয়,একজন আর একজন তিন মাসের ছোট বড়!সাভাবিক ছিল না!তবুও তারা এখন প্রতিষ্ঠিত, নিজের পায়ে দাড়ানোর শক্ত হাতিয়ার পেয়ে দুজনই এখন নিজেদের কাজে ব্যাস্ত,একজন দুবাচ্চার বাবা,মধুময় মিলনে তাদের দুটি মেয়ের জন্ম হয়।আর একজন অনন্ত তৃষ্ণার্থে মধুময়ে মিলন ঘটে যায় অদ্ভুত অদ্ভুতরত তৃষ্ণার্থ মাঝে। তার এতো কষ্টের ছাপের মাঝে ও, তার চর্চা লিখনীতে প্রতিষ্ঠিত হয় অদ্ভুতরত অনুভূতি তে।
আর মধুময় মধুমিলন ঘটে যায় তার জন্য সৃষ্টিকর্তার একটি দান মহামিলনের একটি রাতে।
★বিবাহঃ
সে রাত বরই অদ্ভুত ছিল সে রাত তাদের জন্য! এক অবিশ্বাস্য ঘটে গেলো,দুটি মিলনের একটি আত্মা খুঁজে পেলো,
সুখের দিন!
যা চেয়েছিলো অক্ষরে অজান্তেই মিলে গেলো,
ভরা মৌসুমে দুটি টুনা-টুনির মিলন জুটি।