সবার কথা বলে

তরুণ নায়কের হঠাৎ পরকালে আগমণ

0 38

গদ্যকবিতাঃতরুণ নায়কের হঠাৎ পরকালে আগমণ

নঈম হাসান

হঠাৎ অন্ধকার নেমে আসে এই আলোর মাঝে,এই দূর্যোগের সময় দুঃখ সংবাদ সইতে কি পারে।এটা কি বিশ্বাস যোগ্য!

তা নয়!

আধার নেমে এসেছে প্রতিটি মনের আঙ্গিনায়,এ কেমন দুঃখ সংবাদ! দুঃখের ভিতরে ও দুঃখ, এক দুঃখজনক ঘটনা।সালাম তোমাকে সালাম! রাজপুত, দুঃখ দিয়েছো কাতুড় হয়েছে তোমার মন,তুৃমি যেখানেই থাকো থাকবে সকলের মাঝে।কাঁদিয়ে দিয়েছো তুৃৃমি অজান্তেই, এক দুঃখ ভরা ভরাট মনে।সেটা তুৃৃমি বুঝতেও দেওনি কোন এক বিষয় নিয়ে,তুমি যেখানে থেকো ভাল থেকো, পরকালেও অভিনয় করো।

জোস্নার ধারে মিটি জ্বলছে তারা এক উজ্জ্বল করা মুখছবি নিয়ে,সেটা বুঝতেও পারছে না সেটা কে?..

শুধু অনুভবে আকৃষ্ট হচ্ছে

ছবি টা একটা ছেলের।

তাই বলে এত ক্ষত!

কি আর করার, এক ঘটনার চক্রে অবিশ্বাস্য ভাবে ঘটে যায়,বিদ্যুৎ চমকানোর মত শর্ট খাই,এই অন্ধকার প্রদীপের মাঝেও, আর একটা অন্ধকার নেমে আসে এই দুনিয়ার জগৎে।কালো আফসা বরই ধোয়াশা সকলে তা জানে,

কিন্তু,

এরকম ধোয়াশা সকলের অজানা।

জোনাকির মাঝেও এমন কি ধোয়াশা মানাই।নাকি বিশ্বাস যোগ্য। এ রকম অন্ধকার আমরা চাই না!এক দিন মৃত্যু হবে সবায় তা জানে,

কিন্তু,

দুঃখের দিন কবে আসবে জানে না।

তাই বলছি ইনজয় কর

এই দুই দিনের দুনিয়াতে।

মরণ আসবে,

প্রস্তুত থেকো

কিন্তু

নিজে মরণের কথা ভেবো না।

আসার তারিখ থাকে

যাওয়ার তারিখ থাকে না।

তাই বলছি,

দুদিনের দুনিয়াতে ফুর্তিতে থেকো।

আলবিদা।

ঐ জোনাকির মাঝে ছবি এঁকো

তারার মধ্যে বসে থেকো

অভিনয়ে আবার এসো,

কাঁদিয়ে জমিনে ঝড় নামিও

পরকালের ঐ অভিনয়ে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.