
সব মিলে না টাকায়
মিলন আহমেদ
::::::::::::::::::::::::::::::::::::
টাকার দামে যায় না কেনা
শ্রদ্ধা ভালোবাসা,
যেমন আসে ভালো কাজেই
আরো সর্বনাশা।
মনের দামে মনটা কিনে
থাকবে পাশাপাশি,
টাকায় থাকে হিংসা যতো
মনের রেষারেষি।
স্বজন প্রীতি ভালোবাসায়
রইবে মিলেমিশে,
টাকায় তাহা ভাঙতে পারে
জানবে অবশেষে।
ডুবলে তুমি ধনের মাঝে
কাটলো সারাবেলা,
হয়নি দেখা দু”চোখ মেলে
ভবের নীলাখেলা।
থাকলে টাকা হয় না সুখী
বলছে গুনিজনে,
অশান্তি যে বিরাজ করে
যেনো সর্বক্ষণে।