সবার কথা বলে

অনাচারে অশান্ত জন্মভূমি

0 30

অনাচারে অশান্ত জন্মভূমি
আবদুল গনি ভূঁইয়া

মন ভেঙে চুরে হৃদে বেদনার গান বাজে করুণ সুরে,আত্মা করে মুক্তির আর্তনাদ।
যুগে যুগে কেঁদেছে এমন সব মনিষীদের অন্তর প্রাণ।

বেশ কিছুদিন ছিলাম ভালো এখন বুঝি অতিতের আদিমতায় ডুবে মরতে হবে!
সাজ বিলাস,সুসজ্জিত সুরভিত সুখ নিবাস,পৃথিবীর মায়ার ঘরসংসার কি হবে এসবে!

আজ মানবতায় ঘুণ ধরেছে মেতেছে যে অসীমতায়,দেখে’ও বুঝতে চায় না! কিছু নির্বোধে নেমেছে ভুবনে লুঠিতে স্রষ্টার সম্পত্তি!

প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ আজ হলো আলোকিত প্রফুল্লে মুখরিত এই জগতে,
কেঁড়ে নিয়ে ভুগিতে ব্যস্ত মানুষের সম্পদ যা অর্জিছে।

রক্তচোষা গিরগিটি ছলেবলে কৌশলে
জলে স্থলে মহাশূন্যে অবিরত চায় লুটিতে ঘটায়ে বিধ্বংসী বিস্ফোরণে মানবতাহীন বিশ্ব বধিতে !

মারণাস্ত্রের মহা প্রলয়ে প্রকম্পিত ধরণীতলে সভ্যতা ,মনুষ্য বিহীন হবে কি এ ভুবন? ত্রাহিত্রাহি বিধাতার সৃজন,বিষ বাষ্পে সভ্যতার হবে মরণ।

লুটিছে টাকা ঘরবাড়ী,বিষাদে ভরেছে মানবতার তরী,বিধাতার মসনদ কেঁপে উঠেছে! অশনি সংকেত বাজে বৈরী ধরণী করছে হীন আচরণ।

অশান্ত ধরা কাঁদে মানবতা ভুলে প্রেম,স্নেহ,মায়ামমতা,তাদের শুধুই অবান্তর চাওয়া! ও হে বিধাতা মানবতার উপরে থামাও তাদের বর্বরতা!

মানুষ তুমি ফেলে যাবে অর্জিত সব ভুবনে পেলে যাহা,কিসের তরে এতো নিমগ্ন বল?
সব ফেলে যেতে হবে লাভ কি পেয়ে অশোভন সভ্যতা?

জাতিতে জাতিতে করে বিবাদ হিংসা বিদ্বেষ যুদ্ধ বিগ্রহে,আজ ইউক্রেনের মাটি জ্বলছে! ফিলিস্তিনে শিশু মরছে,আজ বিপদগামীর অনাচারে অশান্ত জন্মভূমি!

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.