
আমার নতুন কুটুম
কলমেঃ দিলরুবা
স্বপ্নের দেশে ছিলে
সোনা যাদু মণি,
কোথা থেকে এলে তুমি
কুয়াশা বিহীন খনি!
তোমার হাসিতে মুক্তাঝরে
চোখের কোণে বৃষ্টি,
তুমি আমার হৃদয়ের নতুন
কোন ভালোবাসার সৃষ্টি!
রূপালি চাঁদের দৃষ্টি
তাই তো চোখে বৃষ্টি
ঈশারায় কথা কয়
চোখে মুখে ভয়।
দাদুমণি হেসে হেসে
কোলে এসে বয়,
বুড়ো দাদু চুমু খেয়ে
রূপ কথা কয়!
স্বপ্নের দেশে তুমি
দাদুমণি ছিলে,
কুয়াশা ভেদ করে
পৃথিবীতে এলে।