0 43

খেলতে গিয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃ ত্যু
জামাল উদ্দিন(মিরসরাই)
নিজস্ব প্রতিবেদক:
খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ২ বছরের শিশু আনাস এর মৃত্যু হয়েছে। সকালে ঘুম থেকে উঠার পর মা নাস্তা বানাচ্ছে আর দাদি কুরআন শরিফ পড়ছে এমন সময় ছোট্ট শিশু আনাস একা একা ঘর থেকে বের হয়ে খেলার উদ্দেশ্যে পুকুর পাড়ে গেলে পিচলা খেয়ে (সম্ভাব্য) পড়ে যায় পুকুরে। অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে পরিবার খোজাখুজি করলে পরে পুকুরের অপর পাশে ভেসে উঠতে দেখে বাড়ির অন্য পরিবারের একজন। দেখে চিৎকার করে সবাইকে ডাকলে তড়িঘড়ি করে তুলে প্রথমে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে পরিবার মনস্থির করতে না পেরে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর শিশু আনাসকে মৃত ঘোষনা করে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নে পূর্ব দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দেলুমিয়া চেয়ারম্যান বাড়িতে সকাল ৯ টায় এই ঘটনা ঘটে।
ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাবিলা ম্যাডাম এর ছেলে আনাস (২ বছর ৬মাস) মায়ের কোল খালি করে চির বিদায় নেয়। তার এমন অকাল প্রয়ানে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাবা মায়ের প্রথম সন্তান এভাবে কোল খালি করে চলে যাবে তা কোনো ভাবেই যেন মানতে পারছেন না পরিবার বর্গ। দাদা দাদি যেন অতি শোকে পাথর হয়ে আছে। ঘরের একমাত্র খুঁনসুটি আর উল্লাসের মাধ্যম ছিলো আনাস। ঐ দিন আসরের নামাজের পর জানাজা পড়িয়ে তাদের পারিবারিক কবরোস্থানে কবর দেওয়া হয় মৃত আনাসকে।