
চব্বিশের স্বাধীনতা ও বিজয়
শ ম দেলোয়ার জাহান
চব্বিশের স্বাধীনতার মাস আগস্ট হলো, কত কথা শোনাবো তোমায়?
বিজয়ের মাস জুলাই হলো, কত গান শোনাবো তোমায়?
ছাত্র-জনতার শ্লোগানে মুখরিত হলো সারা বাংলায়,
স্বাধীনতার বিজয় অর্জন হলো ছাত্র-জনতার অন্তরায়।
ছুটে চলছে লাখো ছাত্র-জনতা লং মার্চের উদ্দেশ্যে,
৫ই আগস্ট সকল ছাত্র-জনতা গর্জে উঠে স্বাধীনতার বিজয় উল্লাসে।
টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র দেশ মুক্ত করতে চলছে ছাত্র-জনতায়,
বঙ্গোপসাগরের তরঙ্গে, উত্তাল
জলতরঙ্গে ছুটে চলছে অন্তরায়।
নদ-নদী, খাল-বিল, পথে-প্রান্তরে বিজয় নিশান হাতে ছাত্র-জনতা সজাগ সারা বাংলায়,
তবু যুদ্ধে যায় ছাত্র-জনতা স্বাধীনতার বিজয় অর্জনের আশায়।
দূর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়ে ছাত্র-জনতা কত কথা, কত গান শোনায়,
বিজয়ের তোপধ্বনিতে দেশকে স্বাধীন করে লাখো ছাত্র-জনতায়।
ছাত্র-জনতার রক্তে রঞ্জিত স্বদেশের মাতৃভূমি,
বীর যোদ্ধা ছাত্র-জনতা তোমাদের জন্য রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
বাংলার অলি থেকে গলি শোনা যায় ছাত্র-জনতার গুণগান,
বিজয়ের উল্লাসে মুখরিত ছাত্র-জনতার চেতনা চির অম্লান।