চলে যাওয়ার পঙ্ক্তি
আতিক হেলাল
দিন যায়, রাত আসে
আকাশে ও বাতাসে
শোনা যায় মৃত্যুর শব্দ
আজ আছি, কালই নেই
কোনো ফালাফালি নেই
মরে গেলে আমি
তুমি জব্দ
মন দেই, মন নেই
হৃদয়ের জন্যেই
আরো কতো ঠাট্টা, ইয়ার্কি
জন্মের সাজা নিয়ে
কাউকেই না জানিয়ে
চুপচাপ মরে গেলে কার কী?