কবিতা : ছন্দে-আনন্দে উঠলাম মেতে
লেখনী : খান তন্ময়
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জুম্মার দিনে
চলছে প্রাণবন্তময় আড্ডা,
দীর্ঘ বিরতির পর অবশেষে সবাই মিলে
এক হলাম মেরুল বাড্ডা।
ছন্দে-আনন্দে উঠলাম মেতে
পরিপূর্ণতা পেল ঘর,
হই হই হই রই রই রই
মাতলাম সব মন ভর।
হাসিখুশি ছন্দে আনন্দে উৎফুল্লে,
মাতামাতি চলছে সবার প্রাণোচ্ছলে।
পুরনো শত্রুতা দাঙ্গা হাঙ্গামা ভুলে,
স্বতঃস্ফূর্তে মেতে উঠলাম এক দীলে।
নতুন করে গড়ে উঠলো সবার ঐক্য,
দ্বন্দ্ব বিবাদ দুশমনি ভুলে দূরীভূত অনৈক্য।
আমরা নবীন প্রবীণ সকল,
এবার দূর করবো সব ধকল।