
নতুন জীবন
কলমে – সাইয়েদুল ইসলাম সজল
নতুন জীবন নতুন কিছু নতুন মোদের আশা,
তোমার জন্য আমার মনে অনেক ভালোবাসা,
তোমায় আমি ভালোবাসি ওগো প্রিয়তমা,
তোমার আমার সুখের জীবন জাবে সারাবেলা,
তোমায় আমি ভালোবাসি জেনো রাখো তুমি,
তুমি ছাড়া জীবন আমার শুধুই মরুভূমি,
তুমি আমার ভালো বাসার প্রথম ফুলের কলি,
সেই ফুলের গন্ধে পাগল হয়েছি আমি,
তুমি আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা,
তোমার নিয়ে আমার মনে অনেক সুখের আশা,
তোমায় নিয়ে নতুন জীবন শুরু করেছি আমি,
মৃত্যুর আগেও যেনো আমরা থাকি দুজনের সাথী,
তোমায় জেদিন প্রথম দেখি ভালো বেসেছি আমি,
সেই ভালো বাসাতে আজ সফল হয়েছি,
তোমার জন্য আমার হৃদয়ে ছোট্ট একটা ঘর,
নাইবা থাকবে সুখের অভাপ হবো না গো পড়,
তোমার আমার সঞ্চিত লাভা বুকের ভীতরে আছে গাঁথা,
জেনে রাখো তুমি তোমার জন্য ভালোবাসার প্রথম সপ্নপুড়ি,
সপ্নের রাজ্যে হারিয়ে জাবো তুমি আর আমি,
ভালোবাসা থাকবে না কম দুইজেই জানি,
তোমার আমার প্রেম পিরিতি জানে আকাশ বাতাস,
ভালো বাসার প্রথম প্রহরে হবো না গো হতাশ,
নামাজ পড়ে দোয়া কোরি আল্লাহর কাছে,
মৃত্যু হলেও আল্লাহ জেনো রাখে তোমার পাসে???