সবার কথা বলে

লুণ্ঠিত অধিকার

0 30

লুণ্ঠিত অধিকার
এবিএম সোহেল রহমান

আলো আসে না, প্রজ্ঞার ঘামে নিতে হয় জ্বেলে
অন্ধ জানে ধৈর্যের পিঠে চড়ে
আলিঙ্গনের বিনম্র অনুভবে
কী করে ছুঁতে হয় সন্ধ্যা তারা, বিনয় ঝড়ে।
.
আমরা হাঁটি দিকশূন্য হয়ে বিভ্রান্তির পথ ধরে
পাই না খুঁজে উষ্ণতা মাখা প্রান্তসীমা
অথচ গহীনে বসবাস যে দীর্ঘশ্বাস
সেখানে ঢেউ খেলে যায় কান্নানদীর বুকে
বাতাসে উড়ে, ছিঁড়ে যাওয়া কাশফুল
বসন্তের পায়ে বাজে আদিম নূপুর, নির্ভুল।

সবকিছু হয়ে যায় ম্লান, ধূসর দিনের ক্লান্তি শেষে
দুজনেই কেঁপে উঠি, ভয়ে নয়, পুলকিত শিহরণে
বিভ্রান্তির ধুলো ঝেড়ে, যাই চলে দুজন দুদিকে
মাঝখানে তৈরি হয়ে যায় বিভক্তকারী কাঁটাতার
র/ক্তা/ক্ত হয়ে তাকিয়ে থাকে লুণ্ঠিত অধিকার!

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.