
শ্যামপুর থানা বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা চাঁদাবাজি, দখল ও মাদক বন্ধের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হা-মীম:
শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো.তানভীর আহমেদ রবিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ নভেম্বর শুক্রবার রাজধানীর ৪৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন, শ্যামপুর থানা, ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য, চাঁদাবাজি, দখল ও মাদক বন্ধের দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্যামপুর থানাধীন ৪৭ নং ওয়ার্ডের আর্সিন গেইট ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অর্পনা রায় দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব মাওলা হিমেল। সঞ্চালনা করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ, শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল, শ্যামপুর থানা বিএনপির সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, হাজী জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন, শ্যামপুর থানা যুবদলের সদস্য সচিব হাফিজ, শ্যামপুর থানা ছাত্রদলের সভাপতি বিপ্লব, শ্যামপুর থানা শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন, শ্যামপুর থানা মহিলা দলের সভানেত্রী নাসিমা আক্তার, শ্যামপুর থানা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসি, শ্যামপুর থানা কৃষক দলের সভাপতি ওবাইদুর সহ শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।