সবার কথা বলে

হেমন্তের বিকেল

0 68

হেমন্তের বিকেল
————————
জহিরুল হক বিদ্যুৎ

কানাবগী এক ঠ্যাং তুলে ঠায় দাঁড়িয়ে
একধ্যানে ধরে মাছ সরু ঠোঁট বাড়িয়ে।
নদীনালা খালে বিলে হাঁটুজল পানিতে,
জেলেরা মগ্ন খুব ঝাঁকি জাল টানিতে।
মাছরাঙা উড়ে এসে খোঁচ দেয় জলেতে,
ঠোঁট দিয়ে ধরে মাছ কী দারুণ ছলেতে!
প্যাঁকপ্যাঁক করে সব হাঁসগুলো ডাকছে,
শামুকের স্বাদ নিতে কাদাজলে হাঁটছে।
ছোট জাল দিয়ে কেউ মলা পুঁটি ধরছে,
সাদাবক ডানামেলে আশেপাশে উড়ছে।
কৃষকেরা পাকাধান কেটে ঘরে আনছে,
ওই দূরে মাঠে বসে রাখাল গান গাইছে।
পাখিদের ডাক শুনে আনমনে হারিয়ে,
দিগন্তটা ধরে ফেলি হাত দুটো বাড়িয়ে।
গোধূলির রং মেখে আকাশ যে হাসছে,
অল্পস্বল্প কুয়াশায় সন্ধ্যা নেমে আসছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.