সবার কথা বলে

কৃষি যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0 36

নোয়াখালীতে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রাশেদুল ইসলাম
নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর কৃষক-কৃষাণীদের নিয়ে এডাপটিভ ট্রায়াল ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং ( এফএমপিই) সহায়তায় “কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) শীর্ষক প্রকল্পের অধীনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি,মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক/যন্ত্রচালক/মেকানিকদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দক্ষিণ শুল্লকিয়া এলাকার আল-আমিন বাজারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন এফএমডি প্রকল্প ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর- ড. মো. নূরুল আমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিঞা মো. বশীর , ড. মো. শহীদুল ইসলাম সহ প্রমুখ।

উক্ত প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের মাধ্যমে বারি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র,বারি রিপার সহ ১৮ ধরনের কৃষিযন্ত্রের উপর হাতে – কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.