মানবিকতা
ওয়াসিম ভট্রাচার্য্য
-------------------------
ভাঙার খেলায় মত্ত যারা
গড়তে তারা কেউ জানেনা,
যতই সাজুক শান্ত সৃজন
আসলে সব ঠক সেয়ানা।
হিংসা লড়াই এদের নীতি
রাখতে রাজার সিংহাসনে,
স্বদেশী দের লড়িয়ে দিয়ে
শাঁখ আজানে বিভেদ টানে।
স্বাধীনতার সংগ্রামে হায়
নেইকো যাঁদের নাম ঠিকানা,
হটাৎ করে জাঁকিয়ে তারাই
দেশ প্রেমিকের দেয় তুলনা।
দেশ প্রমের জিগির তুলে
করছে নিলাম দেশের মাটি,
আবেগ নিয়ে মত্ত মানুষ
বোঝে থোড়াই কি ভুল খাঁটি।
বিশ্ব জুড়ে ব্যবসা চালায়
ধনকুবের সব বিছিয়ে জাল,
মরছে মানুষ মারছে মানুষ
মন্ত্রী আমলা মালামাল।