
শরীয়তপুরের মাজার পূজা বন্ধের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত।
মোঃ জামাল উদ্দিন – সংবাদের পাতা:
শরীয়তপুরে অইসলামিক ও শরীয়ত পরিপন্থী কাজ এবং মাজার পূজা বন্ধের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শরীয়তপুরের তাওহীদী জনতা সহ উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা সদর আলহাজ্ব হাফেজ মোঃ কেরামত আলী, ইসলামি আন্দোলন জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাশেমী,হেফাজত ইসলামের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, ইমাম ও মুয়াজ্জিন কল্যান জেলা সভাপতি মাওলানা নুরুজ্জামান, ইসলামি আন্দোলনের সদর থানার সাধারণ সম্পাদক বেলাল হোসেন মোল্লা সহ স্থানীয় এবং তুলাসার ইউনিয়নের তাওহিদী জনতা।
এ সময় নেতারা মাজার পূজা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেন।