সবার কথা বলে

কষ্টের সীমান্ত

0 76

কষ্টের সীমান্ত

মুজিব আকন্দ

———————

কষ্ট ছুঁয়েছে সীমান্ত প্রাচীর

দুঃখ রয়েছি ভুলে ,

নয়ন জলে চলছে জোয়ার

কামনার সুর তুলে।

হতাশা বিরহে প্রহর কাটে

জীবন কণ্টকে ঘেরা,

ফাগুন এলে চাই তোমাকে

হৃদয় নীড়ে ফেরা ।

সাজিয়ে ডালি হরেক ফুলে

দিবো তোমায় তুলে ,

একটু ভালবাসো প্রিয়া

হৃদয় দোয়ার খুলে।

সুখের ছোঁয়ায় স্বস্তি দিবো

মিটিয়ে দিব আশা ,

কেড়ে নিবে আদর মায়া

রঙিন ভালবাসা।

অচিন দেশে হারিয়ে গেলে

খুঁজবে আমায় কই ?

খেলবো তারায় লুকোচুরি

পাবে কোথায় মই ।

আমার হৃ’দে আসবে ফিরে

আর কিছু না চাই,

সুখের যাপণ করব দুজন

যদি তোমায় পাই।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.