
কুপথে তোমার হিয়া
কবি জামাল
আযানের সুর কানে ভাসে তবু
নড়েনা তোমার হিয়া
চোখের দুয়ার বন্ধ তোমার
দেখোনা হৃদয় দিয়া।
কর্মের সাজে বাঁ’হাতে তোমার
পকেট হয় বেশ ভারি
চিবুক মেলিয়া হাঁটুর জোরে
দিচ্ছো কুপথ পাড়ি।
সত্য মিথ্যা তোমারই হাতেই
ধুলিষাৎ হয় কত
মায়ার সাগরে ইটের ভাঁটা গড়ে
পুড়ছো হৃদয় শত।
বেদনার জল ধুলিতে মিশায়
বোবা হয়ে হৃদ কাঁপায়
তোমার মুখে হাসিতে ফোটাতে
নিজেকে ভেঙ্গে ভাসায়।
অভাগা জাতি হয়ে আছে সে
কালের ক্ষণেতে ধোকা
কার কাছে আছে সুষ্ঠু নীতি
নিজে নাকি দেশ বোকা।
দ্বীন দুনিয়ার স্বাদ কতদিন
থাকবে তোমার ঘরে
সময় বুঝি ফুরিয়ে এলো
দেহের কব্জা নড়ে।
এবার একটু ক্ষ্যান্ত দিয়ে
খোলোনা তোমার হিয়া
অভাগা দেশের মানবতাটাকে
বাঁচাবো যে কি দিয়া।
চেতনা তোমার হবে যে কখন
ঐ বিধাতা জানে
ঈমান আখলাক ঠিক করো তুমি
কুরআনের আহবানে।