সবার কথা বলে

শরীয়তপুরের নড়িয়ায় ৩ ভূয়া ডিবি পুলিশ গ্রে ফ তা র

0 33

শরীয়তপুরের নড়িয়ায় ৩ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি ॥

শরীয়তপুরের নড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জন ভূয়া ডিবি পুলিশ পরিচয়দাতাকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

এতে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পাচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. রূদয় (২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) ও সুজাসার লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী (২৭)।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের এক প্রেস রিলিজে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন বিষুগাঁও গ্রামে তৈয়ব আলী মোল্যার রাইস মিলের সামনে খালি জায়গায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশ পরিচয়ে স্থানীয় মো. শাহিন হাওলাদারকে অবৈধ মাদক আছে বলে জ্যাকেটের কলার চাপিয়া ধরে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। শাহিন হাওলাদার তার পিতার মাধমে ২০হাজার টাকা তাদের কাছে দেয়। সেখানে গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ এর সার্বিক তত্বাবধায়নে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.