
শরীয়তপুরের সখিপুরে মাদক সম্রাট সাজাপ্রাপ্ত আসামি সোহেল বেপারী গ্রেফতার।
নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার পাটনা বেপারী কান্দি গ্রামের হারুন বেপারী ছেলে আন্তজেলা মাদক সম্রাট, একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহেল বেপারী কে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্দশ ও সু চতুর একাধিক মামলার পলাতক আসামি সোহেল বেপারী শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ (সার্কেল) এ এসপি মুশফিকুর রহমানের পরামর্শে সখিপুর থানা অফিসার ইন চার্জ ( ওসি) মোঃ ওবায়দুর হক এর নেতৃত্বে এস আই সোহেল হোসেন, এ এস আই মঞ্জুরুল সহ সঙ্গী ফোর্স এর ২০-২৫ জন একটি টিম মঙ্গলবার দিবাগত রাত্রে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুর্দশ পলাতক আসামী সোহেল বেপারী কে নিজ বাসায় থেকে গ্রেপ্তার করে। পুলিশের টের পেয়ে দুর্দশ সোহেল বেপারী নিজ ঘরে অবস্থান করে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয় । সোহেল এর পরিবারকে বারবার তালার খোলার জন্য বলেও তাঁরা বলে ঘরে কেউ নাই আর তালার চাবি যার কাছে শে বাড়ি নাই।এসময় শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের নির্দেশ ঘরের তালা ভাঙতে দীর্ঘ সময় অবস্থান করার পরে , ভোর রাতের দিকে তালা খোলে দেয় তার ভাই।
পরে সখিপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামি সোহেল বেপারী কে শরীয়তপুর কারাগারে প্রেরণ করেন।