স্কুলের পিয়ন কলেজ ছাত্রী নিয়ে উদাও
নিজেস্ব প্রতিনিধি - সংবাদের পাতা:
স্কুলের পিয়ন কলেজ ছাত্রী নিয়ে উদাও, দুই সন্তানে জনক মোঃ মুরসালিন ভূইঁয়া শীতল (২৯) পিতা -মৃতু্ কবির ভূইঁয়া, মাতা- পান্না বেগম ( ৪৫) - মাতুয়াইল দক্ষিণ পাড়া,পুরাতণ মসজিদ,যাত্রাবাড়ি, ঢাকা। মুরসালিনের স্ত্রী মোসাঃ সুমী আকতার জানান তার স্বামী দুই বছর যাবত ধনিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহানা আক্তার (১৯) এর সহিত প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
এব্যপারে তাকে নিষেধ করলে তাকে ভিবিন্ন সময় মারধর করতো শারীরিক এবং মানুষিক ভাবে নির্যাতন করিতেন।
গত ৮ নভেম্বর কলেজ ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়, যাবার সময় তিন ভরি স্বর্ণ এবং নগদ চার লাখ টাকা এবং কিস্তির তিন লাখ টাকা নিয়ে যায়। তার ঘরে দুটি মেয়ে সন্তান রয়েছে, জান্নাত এবং নূর।
এবিষয়ে যাত্রাবাড়ি থানায় মামলা মামলা হয়েছে, নং-৭১০/২০২৪। এমন অবস্থায় বাদীনি দেশের সবার কাছে সহযোগীতা চেয়েছেন,তার স্বামী বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরিয়ে দিতে সবাই সাহায্য চেয়েছেন।