সবার কথা বলে

ক্ষতবিক্ষত অঙ্গপ্রত্যঙ্গ

0 25

গদ্যকবিতাঃ ★ক্ষতবিক্ষত অঙ্গপ্রত্যঙ্গ★
নঈম হাসান

এই দূর্লব আকাশটা অদ্ভুত এক চরিত্র, কালোমেঘে ঢেকেও মরিচিকার মতো ঘিরে আছে  দুনিয়ার এই রঙিনটিতে। অবিশ্বাস্য এক শহর!প্রকৃতির মতো আকৃষ্ট করছেও সেই কালো মেঘের ঝাপসার মাঝে এক মুখমন্ডল এক প্রকৃতির ছাপে, বয়ে বেড়াচ্ছে নানান প্রকৃতির ভূমিকা! অদ্ভুত ভাবে ধারণ করছে বটে, কিন্তু, থেকেই যাচ্ছে কেন না!মধ্যভূমির বাসিন্দা হয়ে আকর্ষণের প্রতিভার চরণে দুমড়ে মুচড়ে সৃষ্টি হচ্ছে এক অঙ্গবহন খেলার রাজ্যত্ত্ব! যা ভাষার দূর্লবের ঘৃণার মধ্যে ও হচ্ছে কবিতার মধ্যে হিংস্রো আকারে।অন্ধকারে ও হলেও একটি কথায় বলছে,ক্ষতবিক্ষত  এক তীব্রতা দোজকখানি। নেই কোন অহংকার,আছে শুধু হিংস্রোদের  তান্ডব! এ কোন মণিমুক্তার রহমত নয়!অন্ধকারের এক ক্ষতর চিৎকার। যা প্রকাশ পাচ্ছে হিংস্রোদের তান্ডব লেখায়!ঐ দূর্লব আকাশের অদ্ভুত চরিত্রে।মুখমন্ডলের ছবির প্রকাশ এই ঝড়াপাতা ক্ষতর তান্ডবে।লালরশ্নীর মাঝে অন্ধকার ছড়িয়েছে অশ্রু ভেজা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.