কবিতা : চাচা ভাতিজা
লেখনী : খান তন্ময়
বছর ঘুরে আবার এলোরে
বিজয়ের মাস ডিসেম্বর,
হাসিখুশি ছন্দে আনন্দে মেতে
স্বতঃস্ফূর্ত হয়ে উঠে অন্তর।
ভাতিজা শুভ হোক ধরণীতে
শুভ হোক তোমার আগমন,
আজকের দিনে তোমায় জানাই
শুভেচ্ছা অফুরান শুভেচ্ছা স্বাগতম।
ভাতিজা আমার সামি আনোয়ার খান,
তুমি বাবা চাচার অন্তরাত্মা, অন্তরের জান
সদা হাস্যোজ্জ্বল হয়ে উঠো বাবা-চাচার পান
অপ্রতিরোধ্য, চুরমার করে ছুড়োঁ প্রতিপক্ষকে বান।
এবার হবে নতুন স্লোগান চাচা ভাতিজা যেখানে
বাঁধা আসবে যেখানে একজোট হয়ে লড়বো সেখানে,
শত্রুরা হয়ে যা সাবধান চাচা ভাতিজা মারবো ব্রেনে
তোরা হুঁশ হারিয়ে সোজাসুজি চলে যাবি সব ট্রেনে।