সবার কথা বলে

বস্তিবাসীর জীবন

0 15

বস্তিবাসীর জীবন
অসীম ভট্রাচার্য্য

——————————–

হাঁটছি আমি পথের ধারে
রাত্রি যখন নামে
ব্যস্ত মানুষ ব্যস্ত শহর
আটকে আছে জ্যামে।
ল্যাম্পপোস্টের বাতি জ্বলে
নিভু নিভু করে
এই শহরে রাত্রি নামে,
দিনের আলো সরে।

ইট পাথরের দালান ঘরে
জ্বলছে সাদা আলো
পথের ধারের ঘর গুলোতে
তখন ভীষণ কালো।
নেই,ক খাবার নেই,ক পড়ার
নেই,ক ঘরের বাতি
নোংরা গায়ে দেখে সবাই,
ভাবে ভিন্ন জাতি।

সারাদিনে জোটে না যার
দু,মুঠো ডাল ভাত
ক্ষুধার জ্বালায় লোকের কাছে,
বাড়ায় দুটো হাত।
অন্ন ছাড়া কেমন করে
রাত কেটে হয় ভোর
ছন্নছাড়া জীবন তাদের,
যায়না ক্ষুধার ঘোর।

নেইতো আহার নেইতো বাহার,
কী আর আছে মোটে
চুরিতে তার শেষ নিঃশ্বাস,
চুরির খাবার জোটে।
বড় লোকের ধনের গোলায়
ঝুলছে বড় তালা
অন্নহীনের হাতে তখন
শুন্য ভাতের থালা।

হায়রে মেধাবী মুখ,
হায়রে দেশের বাতি
বাড়াও তোমার দানের দু’হাত
বাঁচাও দেশ-জাতি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.