ছবি সংগ্রহীতি
স্বদেশ
এবি ছিদ্দিক
কোথায় পাবো ভাই এমন অপরূপা সোনার দেশ?
যেখানে কোকিল ডেকে প্রভাতে ছড়ায় বিরহ গান— আশা সঞ্চারে গৃহিণীর ঘন কোমল কালো কেশ!
ছবি সংগ্রহীত...
সোনালি ধানের সবুজ মাঠ—হলুদ রঙ সরিষা খেত
অমন মন মাতানো পলাশের বাহারি লাল রঙ খেলা
অতশত ফুল কোথায়! বাতাসে দোলায় ডাটা খেত
ভোরের দুর্বা ঘাসে লেপ্টে রয় মুক্তোর মতো শিশির
চড়ুই পাখির দুরন্ত উড়াউড়ি আর টুনটুনির ডাক!
দুপুরে বটের ডালে—হাজার পাখির কিচিরমিচির
নববঁধূর মায়াবি শাড়ির আঁচল হাতে সোনার বালা
ডেকে যায় বাণ—হৃদয়ে হৃদয়ে চলে প্রেমের কথন
রূপার চাঁদ স্বপ্ন দেখায়;বলে যায় বক; জীবন পালা